হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে বজ্রপাত যেন আতঙ্কের নাম। মাঠে কাজ করতে গিয়ে প্রতিবছরই প্রাণ হারান অনেকে। রেহাই মেলে না পশুপাখিরও। এটি থেকে বাঁচতে, সুনামগঞ্জের হাওর এলাকায় বজ্র নিরোধক দণ্ড বসানোর প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে ৬ উপজেলায় স্থাপন করা হয়েছে, ২৪টি লাইটেনিং এরেস্টার টাওয়ার।
প্রতিটি টাওয়ার ১০৭ মিটার ব্যাসার্ধে থাকা লোকজন, পশুপাখি ও গাছপালাকে রক্ষা করবে। যা মাত্র ৬০ মাইক্রো সেকেন্ডের মধ্যে বজ্রপাতকে টেনে নিয়ে আসবে। এতে সুরক্ষা পাবেন কৃষকরা।
তুরস্কের তৈরি প্রতিটি বজ্র নিরোধক দণ্ড উন্নতমানের। একেকটি দণ্ড স্থাপনে খরচ হয়েছে ৬ লাখ টাকা। প্রতিটি দণ্ডের আশপাশের ৩০০ ফুট ভেতরে বজ্রপাত হলে তা টেনে এনে মাটিতে পাঠিয়ে দেবে দণ্ডের মাথায় লাগানো লাইটিং এরেস্টার নামক যন্ত্রটি। শুধু প্রতিরোধ নয়, বছরে ওই স্থানে সর্বমোট কতটি বজ্রপাত হয়েছে তা গণনা করেও রাখবে তুরস্ক থেকে আমদানিকৃত এ যন্ত্রটি।