‘আন্তর্জাতিক চক্র’ তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক চক্রগুলোর’ চাপ সত্ত্বেও তুরস্ক প্রতিরক্ষা শিল্পকে স্বাধীন হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে অনেক উঁচুতে নিয়ে গেছি। কিন্তু ‘আন্তর্জাতিক চক্রগুলো’ চেয়েছিল আমরা যেন তাদের ওপর নির্ভরশীল থাকি।
কনফেডারেশন অব পাবলিক সার্ভেন্ট ট্রেড ইউনিয়নের এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের। তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি নানা ধরনের ড্রোন রয়েছে তুরস্কের হাতে। এ ছাড়া তুরস্ক অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধন করেছে।
এরদোগান বলেন, আমরা কখনই আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিষয়ে নতিস্বীকার করিনি। সামরিক অভ্যুত্থানের হুমকি থাকা সত্ত্বেও আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছি। আমরা সামান্য কিছু এলিটের হাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত করে এগিয়ে নিচ্ছি, কোনো কাজ না করে আরও ধনী হওয়ার আকাঙ্ক্ষা লালন করেন তারা।
তুরস্ক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন, মনুষ্যবিহীন স্থলযানসহ নানা অস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে। দেশটির বেশ কিছু ড্রোন যুদ্ধক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। ফলে এ ড্রোনগুলো পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।