May 17, 2024, 1:35 pm

তিন পার্বত্য জেলা এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

  • Last update: Friday, February 3, 2023

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছেন। তিন পার্বত্য জেলা এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। সমতলের মতোই পার্বত্য এলাকার মানুষ দেশের উন্নয়নের সাথে সমানভাবে উপভোগ করতে পারছে।

০৩ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত বৌদ্ধ বিহার, স্কুল ছাত্রাবাস ও দেশনা ঘর নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

পরে ভাঙ্গামুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগ দিয়ে স্থানীয় কৃষক ও অসহায় ব্যক্তিদের মাঝে কৃষি সামগ্রী, সেলাই মেশিন, ক্রিড়া সামগ্রী, শীতবস্ত্র ও চাল বিতরণ করেন।

এসময় কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ এলাকার কৃষকেরা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC