আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার প্রতাপনগর, গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনী ও খুলনা বিভিন্ন এলাকার বাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় মেরামত করা হয়েছে।
নদীতে ভরাকটালের কারনে নদীতে প্রবল জোয়ারে কাজ করা কঠিন হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার প্রতাপনগর, গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনীর বিভিন্ন এলাকার বাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় মেরামত করা হয়েছে। নদীতে প্রবল জোয়ারে কাজ করা কঠিন হচ্ছে। আমরা আগামী তিন দিনের মধ্যে কাজ শুরু করবো। প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালীনি, গাবুরা, পদ্মপুকুর, আশাশুনির প্রতাপনগর ও খুলনার কয়রার বিভিন্ন এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুপ হারুন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আবুজর গিফারী প্রমুখ।