ওমানের সালালায় চলতি ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে টানা তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে হংকংয়ের বিপক্ষে হেরেছে দলটি।
রোববার হংকংয়ের কাছে ১০-৭ গোল ব্যবধানে হারে বাংলাদেশ। মেয়েদের ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলে তৃতীয় হয়েছে বাংলাদেশ।
আসরে চ্যালেঞ্জার পুলে খেলেছে বাংলাদেশ। পুলে বাকি পাঁচ দল চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে তিনে লাল-সবুজের বাহিনী। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্দোনেশিয়া।
গত শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরে লাল-সবুজের দলটি আসর শুরু করে। একইদিন চাইনিজ তাইপের বিপক্ষে ১০-৫ গোলে জয় আসে। শনিবার সকালে ইরানের বিপক্ষেও ৯-৩ গোলের বড় ব্যবধানে জয় পায়। একইদিন রাতে স্বাগতিক ওমানের বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে জেতে বাংলাদেশ।
আসরে বাংলাদেশের জার্সিতে আলো ছড়িয়েছেন আইরিন রিয়া। পাঁচ ম্যাচে সবমিলিয়ে ১৫ গোল করেছেন। ম্যাচসেরা হয়েছেন তিনটিতে।