আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই তিনটা সমাবেশ করে বিএনপির ভাবখানা এমন যে তারা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতা এতো সহজ নয়। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ডিসেম্বরে খেলা হবে রাজপথে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে খিলগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি সমাবেশের নামে মানুষের ঢলের কথা বলে; কিন্তু ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে। তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না সেই চিন্তা করে লাভ নেই বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির লজ্জা নেই, তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে শুধু দেশের বিরুদ্ধে নালিশ করে। বিএনপি মনে করে ভারত আমেরিকা তাদের ক্ষমতায় বসিয়ে দিবে।
Drop your comments: