আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ভোট। রবিবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এদিন বিকালে নির্বাচন কমিশনের সভা শেষে একথা ইসি সচিব মোহাম্মদ আলমগীর এ তথ্য জানান।
এদিকে করোনার কারণে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন আরও ৯০দিন পিছিয়ে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আগেই ৯০ দিন পিছিয়ে দিয়েছে কমিশন।
তফসিল ঘোষণার সময় সচিব জানান, করোনা পরিস্থিতিতে কোনও নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব।
Drop your comments: