তালেবানদের আহ্বানে কিছু সংখ্যক বাংলাদেশি আফগানিস্তানে গিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
শনিবার (১৪ আগস্ট) সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি জানান, তারা কথিত হিজরত করতেই সেখানে গিয়েছে। অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে যারা ধাপে ধাপে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল ,সম্প্রতি তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, জঙ্গিরা থেমে নেই; তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সংগঠিত হতে পারছে না। জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসা। আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে এ বিষয়ে পুলিশে তৎপর রয়েছে।
Drop your comments: