সুদানে তাবলীগ জামাতে গিয়ে লকডাউনের জন্য আটকে পড়েছেন ১২ বাংলাদেশি। নিয়মিত বিমান চলাচল বন্ধ থাকায় তারা এখন দেশে ফিরতে পারছেন না।চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখে তারা ঢাকা ত্যাগ করেন। ৫ মে তাদের বাংলাদেশে ফেরার কথা থাকলেও চলমান করোনা পরিস্থিতিতে নিয়মিত বিমান চলাচল বন্ধ থাকায় তারা এখন দেশে ফিরতে পারছেন না।
ঐ তাবলীগ জামাতে থাকা একজন ফেনী জেলার মোঃ ছানা উল্লাহ(ছনুয়া)। তিনিএই প্রতিবেদককে বলেন ” আমরা ১২ জন বাংলাদেশি সুদানে আটকা পড়েছি। আমাদের সবার বয়স ষাটোর্ধো। আমাদের ৫ মে দেশে ফেরার কথা থাকলেও কোনো বিশেষ ফ্লাইট না থাকায় আমরা দেশে ফিরতে পারছিনা। আমরা সুদানে মানবেতর জীবন যাপন করছি। আমরা সুদানে বাংলাদেশ কনস্যুলেট অফিসেও গিয়েছি। কিন্ত অফিস বন্ধ রয়েছে। বাংলাদেশ কনস্যুলেট অফিসের ফোন নম্বরে কল করলেও কেউ ফোন রিসিভ করছেনা। আমাদের দ্রুত বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি”।বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ দিয়ে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সও বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
একটি সূত্র জানিয়েছে যে, কোনও বিমানসংস্থা চাইলেই বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারেনা। এই বিশেষ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এয়ারলাইন্সগুলো বাহক মাত্র। একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসের মুখ্য ভূমিকা পালন করতে হয়।এমতাবস্থায় দ্রুত বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসকে আকুতি জানিয়েছে তাবলীগ জামাতে সুদানে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা।