ভারতের মুম্বাইয়ে দুটি তাজ হোটেল আবারো বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে হুমকি দিয়ে ফোন আসে। কোলাবার তাজমহল প্রাসাদ এবং বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড নামে এই দুই হোটেলের ল্যান্ডলাইনে ফোন আসে।
মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ফোন কল পাকিস্তানের কোনও এক প্রান্ত থেকে এসেছে। পরিস্থিতি বিবেচনা করে দুই হোটেলেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
২০০৮ সালে অত্যাধুনিক অস্ত্র নিয়ে লস্কর-ই-তৈবার জঙ্গিরা তাজমহল প্যালেস হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাল রেলওয়ে স্টেশন এবং লিওপোল্ড ক্যাফেতে হামলা চালায়।
মুম্বাইয়ের এই হামলা ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে অন্যতম।
Drop your comments: