আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি সর্বোচ্চ আদালতের রায়ে মীমাংসিত, এটি নিয়ে নতুন করে দুঃস্বপ্ন দেখে লাভ নেই। নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।
সোমবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এসব তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিবৃতিতে তিনি বলেছেন, সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বিষয়গুলো না বুঝলে, ধারণ না করলে নাকি বিএনপি নেতাদের মুক্তি হবে না— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য থেকেই স্পষ্ট বুঝা যায়, এখনও তারা পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারেননি।
বিএনপি নেতাদের অন্তরে এখনো পাকিস্তান রয়ে গেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির নেতাকর্মীরা এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বলেও উল্লেখ করেন তিনি।
Drop your comments: