দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুই স্কুলেও গতকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। দূতাবাসের তত্ত্বাবধানে ‘আবুধাবি খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলে’৪০ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছে। বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়েত তত্ত্বাবধানে রাস আল খাইমা বাংলাদেশ স্কুলে ৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে।
খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে ২৪ জন (১৩ জন ছাত্র ও ১১ জন ছাত্রী) এবং বাণিজ্যেল বিভাগ থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সবাই ইংরেজি মিডিয়ামের পরীক্ষার্থী।
রাস-আল-খাইমা বাংলাদেশ স্কুলে ২৩ জন বিজ্ঞানে বিভাগে (৪ জন ছাত্র ও ১৯ জন ছাত্রী) এবং ২৩ জন শিক্ষার্থী বাণিজ্য বিভাগে (১৭ জন ছাত্র ও ৬ জন ছাত্রী) পরীক্ষা অংশ দিচ্ছে।
Drop your comments: