গত ১৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫:৩০ ঘটিকার সময় র্যাব- ১০ এর এশটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন শাঁখারী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪১৮ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম স্বর্ন দত্ত (৫০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৬৪০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
Drop your comments: