সৌদি আরবের কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) শনিবার ঢাকার নবাবগঞ্জে অন্ধত্ব এবং এর রোগের বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছাসেবী চিকিৎসা কার্যক্রম শেষ করেছে।
প্রকল্পটি ‘নূর সৌদি আরব’ স্বেচ্ছাসেবী কর্মসূচির আওতায় পরিচালিত হয়।
প্রকল্পের শুরু থেকে কেএসরিলিফ-এর স্বেচ্ছাসেবী মেডিকেল দল চার হাজার ৬১০ রোগীর মেডিক্যাল পরীক্ষা করেছে, এক হাজার ৬১৬টি চশমা বিতরণ করেছে এবং ৫১৯টি সফল ছানি অপারেশন করেছে।
এই প্রচারাভিযানটি স্বেচ্ছাসেবী প্রকল্পের অংশ, যা সীমিত আয়ের লোকেদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে বেশ কয়েকটি দেশে কেএসরিলিফ দ্বারা বাস্তবায়িত হয়।
Drop your comments: