র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর(জুয়ারী) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৬/১২/২০২০ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পূবালী এলাকার ইলিশ বাস কাউন্টারের দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ২৮ জন জুয়ারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। নারু দাস (৪২), ২। মোঃ লুৎফর রহমান (৩২), ৩। মোঃ মজিবর রহমান (৪৮), ৪। মোঃ মিলন শেখ (৪০), ৫। মোঃ ফয়সাল মিয়া (৩৮), ৬। সৈয়দ মিরানুজ্জামান (৩৯), ৭। মোঃ বাবু (৩৫), ৮। মোঃ মজনু মিয়া (৩০), ৯। মোঃ মনির হোসেন (৩৭), ১০। মোঃ শহিদুল ইসলাম (৬৫), ১১। মোঃ আলম (৪২), ১২। মোঃ জলিল (৫৭), ১৩। আকরামুল হক (৩৬), ১৪। মোঃ কামরুল ইসলাম (৪২), ১৫। মোঃ মিলন (৩৯), ১৬। মিজানুর রহমান (৩৬), ১৭। মোঃ সোহেল (৪৫), ১৮। মোঃ নেওয়াজ শরীফ (২৯), ১৯। মোঃ রাশেদ গাজী (৩৮), ২০। মোঃ সারোয়ার (২৯), ২১। মোঃ সবুজ (৩৮), ২২। মোঃ অনিক (৪২), ২৩। মোঃ শামিম সরকার (৫৪), ২৪। বুলবুল আহম্মেদ জয়নব (৪৩), ২৫। মোঃ সালাউদ্দিন (৩৮), ২৬। কুদ্দুস মোল্লা (৫২), ২৭। মোঃ হাসান (৩০), ২৮। মোঃ ওয়াদুদ (৫৬), বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৪০ (চল্লিশ) প্যাকেট জুয়া খেলার কার্ড, ০৩ টি স্টিলের তৈরী বাক্স, ২৯ টি মোবাইল সেট ও নগদ- ৪৩,০৭৫/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।