র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারী, ২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.৪৫ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ টি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ০৫(পাঁচ) সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শামীম (২৪), থানা- ভোলা সদর, জেলা- ভোলা, ২। মোঃ ফয়সাল (২২), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর ৩। মোঃ শাহজালাল হাওলাদার (২৪), থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, ৪। মোঃ স¤্রাট সরদার (২১), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, ৫। মোঃ খায়রুল ফকির (২৭), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩ রাউন্ড এ্যামুনিশন, ০৪ টি চাকু, ০৫ টি মোবাইল ফোন ও নগদ ৩,০১০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।