রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে সুব্রত সাহা (৫২) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে—হোটেলের ছাদ থেকে দ্বিতীয় তলার কার্নিশে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে, এটি আত্মহত্যা, না কি হত্যা—তা বলতে পারেনি পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুব্রতকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, না কি তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘বুধবার দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রমনা থানা পুলিশ। সেখানে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আলামত সংগ্রহ করছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা করছি।’
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হবে বলেও জানান মনিরুল ইসলাম।