
আব্দুল্লাহ আল শাহীনঃ গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে গেইট লক বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪জন গুরতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯ টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ১নং ওয়ার্ড ‘র সয়াবিনের দোকানের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।
এমতাবস্থায় অনেকে দাবি তুলছেন কথিত গেইট লক নামের বাস সার্ভিস বন্ধ করে দেওয়ার জন্য। হয়তো এই দুর্ঘটনা গেইট লকের কারণে হতে পারে। তবে যারা গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কে যাতায়াত করেন একমত হবেন যে, সরু রাস্তাই বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী। ঢাকাদক্ষিণ-ভাদেশ্বরের রাস্তাটি এতো ভয়ানক যা উক্ত অঞ্চলের মানুষ ভালো জানেন। এই রাস্তায় শুধু বাস নয় একটি সিএনজিরও নিরাপত্তা নেই।
একদিকে সরু রাস্তা অন্যদিকে প্রতি কয়েক মিটার পরপর মোড়। এছাড়া রাস্তার দুই পাশে গাছের সমারোহ। একপাশ থেকে গাড়ি আসলে অন্যপাশের গাড়ি টেরই পায় না।
ঢাকাদক্ষিণ-ভাদেশ্বরের রাস্তায় গাড়ি শুধু নয় পথচারী পর্যন্ত সব সময় আতঙ্কে থাকেন। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় যানবাহন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যুবকদের মটর সাইকেলের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।
অত্র এলাকার জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া এখন সময়ে দাবি।