নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পাশের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। নিজের ফেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে হিলারি লিখেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তার প্রয়োজনের মুহূর্তে সমর্থন করার জন্য আমার এবং ১৬০ জনের বেশি বিশ্বনেতার পাশে দাঁড়ান। তাকে হয়রানির বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।
Drop your comments: