
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রোববার বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আরেক নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম নয়া দিগন্তকে জানিয়েছেন, গত ৭ তারিখ তিনি অফিসে এসেছিলেন। এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
জানা গেছে, ড. আ জ ম ওবায়েদুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। জনপ্রিয় মোটিভেশনাল বই ‘তরুণ তোমার জন্য’ এর রচয়িতা এই মেধাবী শিক্ষাবিদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের সদস্য। তিনি অত্যন্ত জ্ঞানী ও সুবক্তা হিসেবে তরুণদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আ ন ম শামসুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার, সেক্রেটারি আব্দুল জব্বার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সেক্রেটারি আবু তালেব প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।