পুরো ডিসেম্বর-জানুয়ারিতে করোনাভাইরাসে আরো ২০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করছে ইতালি কর্তৃপক্ষ। এ অবস্থায় আগামী মার্চ পর্যন্ত সন্ধ্যা ছয়টার মধ্যে বার, রেস্টুরেন্ট বন্ধ রাখার ব্যাপারে লাতসিও বিভাগের গভর্নর প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে ২১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সব ধরনের ভ্রমণের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।
করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় ৬২ হাজার মানুষ। ডিসেম্বর-জানুয়ারিতে আরো ২০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতালিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে।
সরকারের সর্বশেষ বিধিনিষেধের কারণে আক্রান্তের সংখ্যা কমেছে বলে মনে করেন লাতসিও বিভাগের গভর্নর। ফলে এই বিভাগে রাজধানী রোমসহ সবগুলো শহরে সন্ধ্যা ৬টা থেকে বার-রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি।