আজিজুর রহমান দুলাল: সরকারি ভাবে ঘর, গরু, সৌরবিদ্যুত, গর্ভবতী ভাতার কার্ড দেওয়ার নামে প্রতারনার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এই চক্রটি সরকারি অফিসের কর্মকর্তা সেজে বিভিন্ন দপ্তরে চাকরি, ঘর, গরু, সৌরবিদ্যুত, গর্ভবতী ভাতার কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল। তাদের বাড়ি এমপির গ্রামে হওয়ায় অনেকে তাদেরকে বিশ্বাস করতো।
অভিযোগকারী আরও জানান, ১৭ অক্টোবর (রবিবার) আনুমানিক দুপুর ১২.১০টার সময় আসামি সোহাগ শেখ ও নূর আলম মোল্লা ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, আমরা ডিসি অফিস থেকে এসেছি, অসহায় দরিদ্রেরকে সরকারি ভাবে গরু, ঘর,সৌরবিদ্যুত ও গর্ভবতী মহিলাদের ভাতার কার্ড করে দিব। চেয়ারম্যান, মেম্বাররা আত্মসাৎ করে বিধায় জেলা প্রশাসক আমাদের পাঠিয়েছেন। সরকারি খরচ বাবদ সাত হাজার টাকা করে জমা দিতে হবে। তাদের কথা বিশ্বাস করে বাদী উজ্জ্বল মোল্লা ২(দুই)হাজার টাকা অগ্রিম দেন এবং বাকি টাকা পরে দিবেন। এ ব্যাপারে বাদী কয়েক জনের সাথে আলাপ করে জানতে পারে এরা প্রতারনা চক্রের সদস্য।
গত মঙ্গলবার (১৯ অক্টোবর) আসামি সোহাগ শেখ বাকী টাকার জন্য উজ্জ্বল মোল্লাকে ফোন করেলে, বিকালে গোপালপুর বাজারে গিয়ে টাকা দেওয়া আশ্বাস দেন , উজ্জ্বল মোল্লা আলফাডাঙ্গা থানা পুলিশকে অভিহিত করেন, এস আই খায়রুল এবং এস আই অর্জুন পুলিশের একটি দল নিয়ে সন্ধ্যার সময় আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজার থেকে সোহাগ শেখ (২২) নুর আলম মোল্লা (২৫)কে আটক করেন। আসামি আটকের খবর পওয়ার পর আশেপাশের থানার ভুক্তভোগীরা আলফাডাঙ্গা থানায় এসে জড়ো হতে থাকে এবং তাদের শাস্তির দাবী করেন। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, তাদেরকে আটক করে ফরিদপুর কোর্টে পাঠানো হয়েছে।