October 30, 2024, 5:10 pm
সর্বশেষ:
পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানে ভ্রমণ ডিমের আরও এক চালান এলো বেনাপোল বন্দরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ঢাকায় গ্রেপ্তার শ্রীমঙ্গলে মজুমদার নার্সিং এ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ আলফাডাঙ্গায় রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ফার্মাসিস্ট থেকে এমবিবিএস ডাক্তার শামসুল আলম যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল মানুষের দোরগোড়ায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে উখিয়া স্পেশালাইজড হাসপাতাল বান্দরবান প্রেসক্লাবে নবীন সদস্যদের বরণ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পি.এল.সি এর নতুন অফিসের উদ্বোধন ও উন্নয়ন সভা

ডিমের আরও এক চালান এলো বেনাপোল বন্দরে

  • Last update: Wednesday, October 30, 2024

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে পাঁচ শতাংশ শুল্কায়নে ভারত থেকে আমদানি করা ডিমের আরও একটি চালান এসেছে বেনাপোল বন্দরে। ডিম আমদানিতে এখন থেকে ২৫ শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ শুল্কায়ন করা হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) হাইড্রোল্যান্ড সল্যুশন ডিমের এ চালানটি কাস্টমস থেকে ছাড় করার কাজ করবে বলে জানা গেছে। এরআগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০ টার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিমের এ চালানটি আসে।

এতে ডিমের দাম কমবে বলে জানিয়েছেন আমদানিকারকেরা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাওয়া যাবে।

প্রতিটি ডিম আগে ১ টাকা ৯৬ পয়সা শুল্কায়ন করা হতো। শুল্ক কমানোর ফলে এখন থেকে প্রতিটি ডিমে মাত্র ৭৬ পয়সা শুল্ককর পরিশোধ করতে হবে। এই শুল্কায়নে আমদানি করা নতুন চালানের ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি করার কথা।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ চালানে বেনাপোল বন্দর দিয়ে ১১ লাখ ৫৯ হাজার ২০০টি ডিম আমদানি হয়েছে। এর আগে গত বছরের ৫ নভেম্বর আমদানিকারক ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি করে। এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি দেওয়া হলেও সেসব প্রতিষ্ঠান এখনও ডিম আমদানি করেনি।

ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজার দর কমাতে গত ১৭ অক্টোবর শুল্ক কমানো সংক্রান্ত আদেশ জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশটি বেনাপোল কাস্টমসে আসে গত ২০ অক্টোবর। আদেশ পাওয়ার পর ২১ অক্টোবর একটি চালানের ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিম কম শুল্কে মাত্র ৭৬ পয়সায় শুল্কায়ন করা হয়। গত ৯ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ডিমের পাঁচটি চালান আসে বেনাপোল বন্দরে। আর এসব চালান কাস্টমস থেকে ছাড় করতে কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স রাতুল ইন্টারন্যাশনাল।

আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজীব বলেন, ‘নতুন নির্ধারণ করা শুল্কে ডিম খালাস নিচ্ছি। গত ২১ অক্টোবর ৫ শতাংশ শুল্কের ডিম খালাস শুরু হয়। এখন দাম আগের চেয়ে কমবে।’

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, কম শুল্কে গত ২১ অক্টোবর ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিম খালাস দেওয়া হয়েছিল এবং আজ ২ লাখ ৩১ হাজার ৮৪০টি খালাস দেওয়া হচ্ছে। আমদানিকারককে ডিমের চালান খালাসে সব ধরনের সহযোগিতা বেনাপোল কাস্টমস হাউসও বন্দর কর্তৃপক্ষ করছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC