মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ের দেখা গেছে ঢাকাই চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। সেখানে ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিনেত্রী। তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন।
চিত্রনায়িকা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ হারুণ ভাইয়া। দেশের প্রতি আপনার ভালোবাসা ও সততার জন্য আপনি সবসময় আমাদের কাছে বিশেষ।’
এরপরই ‘বিজলী’ সিনেমার নায়িকা জানান, নির্মাতা সৈকত নাসিরের ‘পাপ’ সিনেমায় ডিবির অ্যাসিস্ট্যান্ট কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অর্থাৎ, পাপ সিনেমায় ববিকে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একটি পদে দেখতে পাবেন দর্শকরা। আর এই সিনেমার ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে কথা বলার জন্য অভিনেত্রীকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।
‘পাপ’ সিনেমায় ববির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রোশান। এছাড়াও আরও অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান ও জাকিয়াসহ অনেকে।