তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমত আলী (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অদ্য বৃহস্পতিবার (৪ঠা মে) রাত সাড়ে ১০টায এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ০১ নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা শেখবাড়ীস্থ আটককৃত ইসমত আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের শার্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ২৫ পিস এবং তার পরনের লুঙ্গির কোছা থেকে জিপারযুক্ত পলিথিনে মোড়ানো আরও ১০০ পিসসহ মোট ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত ইসমত আলী মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, আসামির সাথে থাকা ইয়াবা ট্যাবলেটসহ আটক করে নিকটস্থ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।