ঘোষণা দেওয়া হয়েছে টেক্সটাইল ফিনিশিং এজেন্ট (ডিটারজেন্ট), কিন্তু ডিটারজেন্টের ভেতর লুকানো অবস্থায় পাওয়া গেল ৪৯৫টি মোবাইল ফোন সেট।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীরের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট গতকাল সকাল ৯টায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ বিমানের রাসায়নিক পণ্যাগার থেকে ছয়টি প্লাস্টিক ড্রামে টেক্সটাইল ফিনিশিং এজেন্টের (ডিটারজেন্ট) ভেতরে লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এর মধ্যে ২০০টি শাওমি ব্র্যান্ডের রেডমি-৯ ও কে-৩০আই, ১৩০টি ওয়ানপ্লাস সেভেন এবং বাকিগুলো স্যামসাং ও আইফোন (বিযুক্ত)।