ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
সোমবার (২২ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। একইসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় এ দাবিতে অবস্থান করেছে নেটওয়ার্কের সদস্যরা।
প্রতিবাদ অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান বলেন, করোনা সংক্রমণের শুরুতেই আমরা দেখেছি কেএন-৯৫ মাস্কের পরিবর্তে ফুটপাতের মাস্ক দেওয়া হল। এখন একে একে অনেক ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ করোনায় মারা যাচ্ছে। অথচ রাষ্ট্রের কোন কার্যকলাপের সমন্বয় নেই। যারা জানুয়ারি থেকেই বলেছেন যে আমরা প্রস্তুত, তারা চরম মিথ্যা কথা বলেছেন। ডিজিটাল নিরাপত্তা আইন তাদের বিরুদ্ধে প্রয়োগ করা উচিত। কিন্তু তাদের বিরুদ্ধে করা হচ্ছে না, যারা এসব সমন্বয়হীনতা নিয়ে কথা বলছে, হত্যা-লুটতরাজ নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, আমরা সাধারণ মানুষ যদি বেঁচে থাকতে চাই, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ দুর্নীতি, প্রতারণা, অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে হবে। কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আপনি সাংবাদিক, পুলিশ , চিকিৎসক, শিক্ষক, ছাত্র, সাধারণ নাগরিক যাই হন না কেন আপনার কথা বলার অধিকার নেই। কী আইন আপনাকে কথা বলা আটকে আছে, সেটা হল এই ডিজিটাল নিরাপত্তা আইন নামের জঘন্য একটাই। যে আইন থাকলে আপনি আমি কেউই নিরাপদ না। নিজেদের নিরাপত্তার জন্য হলেও এই আইন বাতিল করতে হবে। তখনই আমরা বাঁচবো, সাধারণ মানুষ বাঁচবে।