গাজীপুরের শ্রীপুরে ডাকাত সন্দেহে পাশবিক নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার বেড়াবাড়ি এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ডাকাতি সংগঠিত হওয়ার পর এ হত্যাকাণ্ডের ঘটনার ঘটে।
নিহত সুলতান হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর বিলপাড় এলাকার মৃত হাসু মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (৩ মে) রাত ১টার দিকে উপজেলার বেড়াবাড়ী এলাকার মোশারফের বাড়িতে ৫ থেকে ৬ জন ডাকাত দলের সংঘবদ্ধ সদস্যরা বাড়িতে ঢুকে ঘরের দরজা আটকে লোকজনকে মারধর করতে থাকে।
এ সময় ওই বাড়ির কমপক্ষে ৪ জন আহত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে বাকিরা পালিয়ে গেলেও সুলতান হোসেন নামে একজনকে আটক করা হয়। পরে আটককৃতকে ডাকাত সন্দেহ গাছের সঙ্গে বেঁধে রাতভর পাশবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে স্থানীয়রা পুলিশকে খবর জানালে, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠানো হয়। নিহত সুলতানের বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে।