ঠাকুরগাঁও সদরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা গোপনে ভিডিও করার অভিযোগে মো. দুলাল (৩০) ও মো. সাজু নামের দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
রোববার (২২ মে) সকালে অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ২১ মে শনিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত দুলাল সদর উপজেলার ফুটানি বাজার এলাকার সোলায়মান আলীর ছেলে ও মোঃসাজু সে চুনিহাড়ি গ্রামের বাসিন্দা। মামলার অন্য আসামীরা হলো মোহাম্মদ দুলাল (৩৫), আলমগীর (৪০), হাফিজুর ইসলাম (৪৫) ও খোকন (৫০)।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার বরাত দিয়ে জানান, সদর উপজেলার ভাউলার হাট এলাকায় স্কুলে যাতায়াতকালে প্রায়ই ভুক্তভোগীকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলো আসামিরা। গত ১৬ মে স্কুল থেকে ফেরার পথে আসামিরা ভুক্তভোগীর পথরোধ করে এবং জোরপূর্বক তাকে অটোবাইকযোগে স্থানীয় ট্রাক-ট্যাংকলরী অফিসে নিয়ে যায়। সেখানে গোপনে মোবাইল ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে দুলাল। পরে অন্য আসামিরা ঘটনাস্থলে আসে এবং ধর্ষণের বিষয়ে ভুক্তভোগী কাউকে কিছু জানালে ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেবে বলে হুমকি দেয়।
ওসি আরও জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।