ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আলী আকবর নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত আলী আকবর মাস্টার পাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জব্বার খলিফার ছেলে। তিনি সেনুয়া কাচারী পুকুর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।
শনিবার (১৩ মে) দুপুরে সদর উপজেলা সেনুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আলী আকবর নিজ ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় বিষাক্ত একটি সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়ভাবে তাকে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়। এতে কাজ না হলে সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
Drop your comments: