টয়লেটে ফ্ল্যাশ করতে হলেও এখন থেকে থাকতে হবে সাবধান। কারণে একটি গবেষণায় বলা হয়েছে টয়লেটের ফ্ল্যাশ করলেও বাতাসে ছড়াতে পারে করোনা ভাইরাস।
চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে গবেষকদের সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়, পরিপাকতন্ত্রে বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। আর আক্রান্ত ব্যক্তির মলেও প্রাণঘাতী এই ভাইরাসটির উপস্থিতি থাকতে পারে। ফলে টয়লেটে ফ্ল্যাশ করলে যে ক্ষুদ্র পদার্থের তৈরি হয় সেটি থেকে বাতাসে করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে।ফলে এটি সহজেই আরেকজনের শরীরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
এই বিষয়ে গবেষণা দলটির সদস্য জি-জিয়াং ওয়াং বলেন, ফ্ল্যাশ করা হলে টয়লেট ভাইরাসকে উপরের দিকে ঠেলে তুলে দেয়। তাই ফ্ল্যাশ করার আগে ঢাকনাটি বন্ধ করতে হবে। তারপরেই ফ্ল্যাশ করতে হবে।
ওয়াং আরো বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যদি একটি অনেকে ব্যবহার করে তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার মাত্রা আরও বেশি হতে পারে।
এমনিতেই পাবলিক টয়লেটগুলো ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে পরিচিত। তবে এই টয়লেটের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় কি না তা এখনো প্রমাণিত হয়নি।