মাদারীপুরে ট্রাকচাপায় চঞ্চল ভুইয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চঞ্চল ঢাকার যাত্রাবাড়ী এলাকার মান্নান ভুইয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে ঢাকা থেকে বরগুনার আমতলী এলাকায় বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন চঞ্চল। সেখান থেকে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে তাঁতীবাড়ি এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে।
Drop your comments: