করোনাভাইরাসের কারণে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে সুপারিশ করেছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সভাপতি কুমার সাঙ্গাকারা।
শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারা স্টার স্পোর্টসকে বলেছেন, মহামারী করোনাভাইরাস নিয়ে সারা পৃথিবীর মানুষ উৎকণ্ঠায় রয়েছে। এটা কি সার্স বা মার্সের মতো চলে যাবে? অথবা মৌসুমে মৌসুমে আবার ফিরে আসবে? আমাদেরকে কি এই বিশেষ ধরনের ভাইরাস বা এর বিভিন্ন প্রজাতির সঙ্গে দীর্ঘদিন বেঁচে থাকতে হবে? এ সব প্রশ্নের কোনো উত্তর নেই।
শ্রীলংকান সাবেক এ অধিনায়ক আরও বলেন, সবার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে এখন হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করা যেতে পারে। এ বছর স্থগিত রেখে আগামী বছর আয়োজন করা যেতে পারে।