আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য ১৬ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। যথারীতি এই তালিকায় ঠাঁই হয়নি কোন বাংলাদেশি আম্পায়ারের।
টুর্নামেন্টের শুরুর ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা এবং ক্রিস গাফফানি। ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবার্গ। এছাড়াও আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস ব্রাউন, আলিম দার, মরিস ইরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যাংকটন রুসেরি, রড টাকার, জো উইলসন, পল উইলসন, আদ্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওর্থ। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাধুগালে এবং জাভাগাল শ্রীনাথ।
আগামী ১৭ অক্টোবর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টটি শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৪ নভেম্বর। মোট ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসরের মূলপর্ব। এর মধ্যে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের টপ ৮ দল ও বাছাইপর্ব খেলে মূলপর্বে যোগ দেবে আরো ৪ দল।