
টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশকে শনাক্ত করা হয়েছে। তার নাম মো. নাজমুল তারেক। কনস্টেবল নাজমুল তারেক শিক্ষক ড. লতা সমাদ্দারের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ফলে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।