সনজিত কুমার শীল, ইউএইঃ আগামীকাল দুবাই থেকে দেশে যাওয়ার টিকেট কাটা ছিল অথচ আজই মারা গেলেন আবু তালেব (৫৭)।
বৈশ্বিক করোনার প্রভাবে সাধারণ ফ্লাইট বন্ধ।
আগামীকাল রবিবার (৩০মে) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট BG 4043 দুবাই থেকে ঢাকা যাওয়ার কথা রয়েছে।
সেই ফ্লাইটে দেশে যাওয়ার কথা ছিল চট্টগ্রামের আবু তালিবের। তিনি আজ সকালে দুবাইস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। জানা যায়, আবু তালেব কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
আবু তালেব চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা গ্রামের ধলই নগরের আব্দুল ওহাবের সন্তান।