সাভারে বাড়িওয়ালাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে টিকটকার রিয়া মনি নামের এক তরুণীর বিরুদ্ধে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ।
এর আগে শনিবার রাত ১১টার দিকে সাভারের দেওগাঁও খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম। তিনি সাভারের দেওগাঁও খ্রিস্টানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত রিয়া একই এলাকার বাবুর স্ত্রী। তারা ইব্রাহিমের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
আহতের ভাই দিপু জানান, রিয়ামনি টিকটকে আসক্ত ছিল। আমার ভাইকে রিয়ার স্বামী ধরেছিল আর রিয়া ছুরিকাঘাত করেছে। আমার ভাই এখন মৃত্যুশয্যায়। কী কারণে আমার ভাইকে তারা ছুরিকাঘাত করল এখনও জানি না। ভাইয়ের অপারেশন হয়েছে। তার সাথে কথা বলতে পারলে এ ব্যাপারে জানা যাবে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রাজু আহমেদ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ছুরিকাঘাতের ঘটনাটি সঠিক। তবে রিয়া কিংবা তার স্বামী ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।