টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মাসুম (৩০) । নিহতরা সম্পর্কে মামাতো শ্যালক-দুলাভাই হতেন।
নিহতদের আত্মীয় আব্দুল জলিল জানান, মোতালেব হোসেন ও মাসুম উপজেলার হাতিয়াতে মাসুমের আপন বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান জানান, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ঢাকাগামী বেনাপল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।