বাড়ি নির্মাণের টাকা না দেওয়ায় শাশুড়িকে গুলি করেছে জামাতা লোকমান হোসেন (৩৬)। তবে লক্ষ্যভ্যষ্ট হওয়ায় গুলি তার গায়ে লাগেনি। গাজীপুর নগরীর ইসলামপুর হক মার্কেট এলাকায় শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লোকমান একই এলাকার রুস্তম আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ওই যুবককে আটক করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সহকারী কমিশনার (সদর জোন) এ কে এম আহসান হাবীব জানান, ইসলামপুর হক মার্কেট এলাকার দেলোয়ার হোসেনের কাছে তার জামাতা লোকমান বেশ কিছুদিন ধরে টাকা ও সম্পত্তির ভাগ দাবি করে আসছিল। সম্প্রতি লোকমান একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এজন্য তিনি শ্বশুরের কাছে টাকা দারি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে লোকমান ক্ষিপ্ত হয়।
শুক্রবার সন্ধ্যায় সে শ্বশুর বাড়িতে গিয়ে টাকা দাবি করে হুমকি দেয়। এসময় টাকা না দেওয়ায় লোকমান শাশুড়িকে লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে পুলিশ তিন রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি অবৈধ পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।