এম আই সুমন,ইবি প্রতিনিধি: সামর্থ্য অনুযায়ী টাকার অভাবে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার করতে পারছেননা তিনি।
তাই মায়ের পূর্ণ চিকিৎসা কতটুকুন হবে তা জানা নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরের।
জানা যায়,প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুর হাসানের মা। গত ১৪ মে থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওয়ার্ড নাম্বার ১০৯, বেড ২৮, সার্জারি ইউনিট ৬।
মরণব্যাধী এই রোগে তার মায়ের জন্য প্রতিদিন রক্তের প্লাজমা প্রয়োজন হচ্ছে। দ্রুত সার্জারি করে কেমোথেরাপি দেওয়া প্রয়োজন। যাবতীয় চিকিৎসা কার্যক্রম পরিচালনায় প্রয়োজন অনেক টাকা।
ঘনিষ্ঠজনদের সুত্রে জানা যায়, ২০১১ সালের শেষে গল ব্লাডার অপারেশন ও ২০১২ সালে ক্যামোথারাপি দেওয়ার পর দীর্ঘদিন সুস্থ্য ছিলেন মঞ্জুর হাসানের মা। এবছর রমজানে রোজা শুরু হলে ১০টি রোজা রাখার পর পেটে তীব্র ব্যাথা অনুভব করেন তিনি।
এসময় পাবনা জেলা সদরের শিমলা হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। সেখানে বহির্বিভাগে দেখানোর সুযোগ হলেও ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঞ্জুরের মাকে।
ওই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার যোগান দেয়ার সামর্থ্য নেই তাঁর পরিবারের। তাই তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একজন মাকে সুস্থ করে সন্তানের মুখে হাসি ফোঁটাতে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।
যোগাযোগ ও পাশে দাঁড়াতেঃ
মঞ্জুর হাসান
শিক্ষক (সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ)
বিকাশঃ 01737919019, নগদঃ 01737919019, রকেটঃ 019202088572