টঙ্গীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল কবির বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই কারখানায় আগুন লাগে। সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিস খবর পায়। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
Share: