গাজীপুরের টঙ্গীতে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টঙ্গীর দত্তপাড়া জহির মার্কেট লিয়াকতের বাড়ি থেকে শিশু ধর্ষণ মামলার আসামি মো. রাকিব হোসেন
আলম (২০) কে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক শুভ মণ্ডল জানান, গত দু‘বছর যাবত মোবাইলে পরিচয় হয় দত্তপাড়া এলাকার রাকিবের সাথে অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তারের। আসামি রাকিব প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তার (১৪) কে একাধিকবার ধর্ষণ করে চার মাসের মাসের অন্তঃসত্ত্বা করলে তার বাবা শামসুজ্জামান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বুধবার সকালে ধর্ষণ মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ থেকে এসে ১০ বছর ধরে টঙ্গীতে স্বর্ণার মা-বাবা ও দুই বোনসহ বসবাস করছে। স্বর্ণা দত্তপাড়া স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। একই এলাকার নুরুজ্জামানের ছোট ছেলে রাকিব।
এ বিষয়ে মেয়ের মা ফিরোজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মেয়েকে রাকিব অনেক ভয় দেখিয়ে জোরপূর্বক অত্যাচার করেছে। আমার মেয়ে এখনো শিশু। কি করবো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের কিছু হলে আমি মরে যাবো।