ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে কোটচাঁদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল ব্যাপারীর স্ত্রী নূপুর খাতুন বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিলো। সকালে বাগানে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নূপুর খাতুনকে শ্বাসরোধ ও চোখের উপরে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে কী কারণে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
উৎসঃ যমুনা টেলিভিশন
Drop your comments: