মো. রাসেল ইসলাম: “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে যশোরের ঝিকরগাছায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ৭ নং নাভারণ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে এ সময় বিট পুলিশিং সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিট পুলিশিং সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অফিসার ইনচার্জ এর যৌথ উদ্যোগে এলাকায় গরু চুরি রোধ করতে স্থানীয় মাংস ব্যবসায়ীদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়।
পাশাপাশি সঠিক নিয়মে মাংস কেনাবেচা ও নির্দিষ্ট স্থানে পশু জবাই এর বিষয়ে ব্যবসায়ীদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ওসি সুমন ভক্ত।
এ সময় তিনি বলেন, যার যার স্থান থেকে একটু সচেতন হলেই খামারী ও ব্যবসায়ীদের গরু চুরি কমে যাবে। যে কোন সময় ও যাবতীয় বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।