মো. রাসেল ইসলাম: যশোরের ঝিকরগাছায় ৭০ বোতল ফেনসিডিল ও ১ টি ইজিবাইক সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৫ জুন সকালে ঝিকরগাছা থানাধীন শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা বাজারের চায়ের দোকানের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে আমিনুর রহমান (৪৭) এবং মাগুরা (ধুনচি পাড়া) এলাকার আকবর আলীর ছেলে সেরেস্তালি (৪২)।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে এ সংক্রান্তে ঝিকরগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ)/৩৮শে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Drop your comments: