
মো. রাসেল ইসলাম: যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানা ৮জন আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ঝিকরগাছা খানাধীন গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া (জোলেরডাঙ্গা) গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রিংকী (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিংকী ফরিদপুর জেলার হাসামদিয়া গ্রামের শখ গোলাম আলীর ছেলে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, থানা পুলিশের বিশেষ একটি টিম মঙ্গলবার রাতে ঝিকরগাছা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় ওয়ারেন্টভুক্ত পলাতক ৮জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এদিকে পুলিশের আরেকটি টিম গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া (জোলেরডাঙ্গা) গ্রামে অভিযান চালিয়ে রিংকী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।