আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোটের অধীনে নয়, বরং সমঝোতার ভিত্তিতে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জোটে না গেলেও ইসলামপন্থী সব দলের ভোট যেন একত্রে থাকে, সে ব্যবস্থা করা হবে।
বুধবার (৫ নভেম্বর) সকালে সাংগঠনিক সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। সকাল সাড়ে সাতটায় তাঁর আগমনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে স্বাগত জানান।
জামায়াত আমির জানান, প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে নির্বাচনের আগে সমঝোতার ভিত্তিতে প্রার্থী পরিবর্তন বা সমন্বয় করা হতে পারে।
ডা. শফিকুর রহমান বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেওয়া হবে। তবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ও গণভোট না হলে নির্বাচনের আইনি বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, “এই নির্বাচনে আওয়ামী লীগকে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না।”
সাক্ষাৎকারে জামায়াত আমির তাঁর সাম্প্রতিক বিদেশ সফর এবং প্রবাসী ভোটারদের গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি জানান, অনেক প্রবাসী এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেননি। তাই প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা অন্তত ১৫ দিন বাড়ানোর দাবি জানান তিনি।
জোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে লড়বে জামায়াত : শফিকুর রহমান
Facebook Comments Box
