আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধি ভাতা বহি, ক্ষুদ্র ঋণ ও অসচ্ছল প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুুরে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা বজলুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, পৌর মেয়র সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন ও প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অতুল সরকার মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।