শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস।এছাড়া একই থানার শ্রেষ্ট এ এসআই মনোনীত হয়েছেন মোঃ তোহা।৭ সেপ্টেম্বর দুপুর ১ টায় হবিগঞ্জ পুলিশ সুপার মুরাদ আলী মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন।হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় কর্মরত অফিসার‘দেরকে পুরস্কৃত করার রেওয়াজ চালু করা হয়েছে।এরইধারাবাহিকতায় গত আগস্ট মাসে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মনোনীত হয়েছিলেন মোঃ এমরান হোসেন।
হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় উপজেলা বানিয়াচং। হাওরবেষ্টিত উপজেলায় রয়েছে ১৫টি ইউনিয়ন।উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়নে বানিয়াচং থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেই পুরস্কার প্রাপ্তি ঘটেছে বলে বোদ্ধা মহল মনে করছেন।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, উপজেলার কুখ্যাত চোর-ডাকাত,মাদক ব্যাবসায়ী এবং বিভিন্ন ধরনের অপরাধী কোন ধরনের ছাড় পাচ্ছেনা। সকল ধরনের অপরাধীকে পাকড়াও করে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে।
অত্র উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় বানিয়াচংকে দাঙ্গা,মাদক ও সকল ধরনের অপরাধ থেকে মুক্ত করে একটি শান্তির জনপদ হিসেবে স্থাপন করতে আমাদের থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।যে কোন ভালো কাজে পুরস্কারপ্রাপ্তি অবশ্যই কাজের স্পৃহা বাড়িয়ে তুলে।আমরা আনন্দিত। আমাদের সুযোগ্য এসপি মহোদয়ের নিকট কৃতজ্ঞ।