হাসিমুখে বাড়ি ফেরা হলো না প্রবাসীর, বিমানবন্দরেই মৃত্যু
দীর্ঘদিন পর দেশে ফেরার প্রস্তুতি শেষে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে মৃত্যু হয়েছে এক প্রবাসী বাংলাদেশির। মৃত ওই প্রবাসীর নাম মো. জয়নাল আবেদীন। মদিনায় থাকতেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) রাত দেড়টায় জেদ্দা এয়ারপোর্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জয়নাল। এরপর তাকে বিমানবন্দরের স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জানা যায়, ছুটি পেয়ে জয়নাল দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে ফ্লাইটে উঠার অপেক্ষায় ছিলেন।
তার মরদেহ জেদ্দার একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
Drop your comments: